থমকে আছে কিছু কান্না
তোমার মায়াবী ঐ চোখের কোলে ।
যদিও তুমি হাসছো এখন
তবু জানি কষ্টে ভরা ঐ মন ।
বলেছিলে হেসে কোনো একদিন
যদি আনতে পারো কিছু বৃষ্টি।
তাহলে সেই বৃষ্টির জলে
মিশিয়ে দেবো আমার চোখের জল ।
ব্যর্থ আমি আজো পারিনি
চারিদিকে ধু ধু শুষ্ক মরুভূমি ।
শুনে জানি তুমি হাসবে
তবু একিরকম ভালোবাসবে ।
অভিযোগহীন ঐ সুন্দর নিটোল হৃদয়
শোনো মেয়ে তুমি কোথায় পেলে ?
কেমন করে হাসতে তুমি পারো
এত কান্না নিয়ে চোখের কোলে ?
হৃদয়হীন আমি মাঝে মাঝে
তাকিয়ে থাকি ঐ মুখপানে ।
তোমার কষ্ট ভুলে দেখি সুন্দর
বেঁচে থাকার কিছু মানে ।
(০৫.০৪.২০০০)
(২৭ থেকে ২৯ বছর বয়সে লেখা "আর্চিস এক্সারসাইজ বুক" নামাঙ্কিত খাতা থেকে)