এক একটি মানুষ,
          
              এক একটি গল্প ;

যখন জন্ম ___ গল্পের শুরু ;

যখন মৃত্যু ___ গল্পটি শেষ ;

আর মাঝের যে অংশটুকু,
            
     শুধু কিছু ঘটনার সমাবেশ ।

(১০.০৭.১৯৯৬)