কখনোই শেষ হবে না এ দেশে
শকুনের বিচরণ ।
খুবলে খুবলে খাবে মৃত লাশের মতোন
এ দেশের সবুজ অঙ্গন ।

তবু কী অপূর্ব নির্বিকার আমরা
চাই শকুনেরই লুটেরা শাসন ।
মাঝে মাঝে কী বিদ্রোহ! কী জন্য যে জয় ?
দেখি ফিরে পায় শকুনেরাই আসন ।

নেই কোনো বিকল্প, এ দল কিংবা ও দল শকুন,
অতএব এই দেশে কখনো সুখ-শান্তির আশা
জনতারা একযোগে দাফন করুন।

(২০.০৮.২০২৪)