মনোশক্তি ফিরে এসেছে আমার
মেঘ ভাঙা সূর্যের মতোন যেন ।
কফির চুমুকে কোনো বিরহের স্বাদ এসে মেশে না,
কফির সাথেই নির্মম জ্বলে ওঠে তামাক এই ঠোঁটে,
অভিমান দারুণ ব্যর্থ হয়, গুপ্ত ঘাতকের মতো
উপর ও নীচ ঐ দুই প্রান্তরই অধিগ্রহণে ।
সিঁড়ি ধরে দুঃখ আমাকে টেনে টেনে ওঠায় না আর,
চেয়ার আমাকে বেঁধে ফেলতে পারে না
বেদনার স্থবির অনুভবে ।
দরজা জানালা রাস্তায় তোমাকে পাবার মুহুর্মুহু সম্ভাবনা
আমার অলক্ষ্যেই
কাঙালের মতো হতাশ দাঁড়িয়ে থাকে।
তোমাকে নিয়ে কোথাও উড়ে যাবার পাখনা দুটো
প্রেমের এই দিশেহারা দেহ থেকে ঝরে গিয়ে আজ
বাজার থেকে বাজারে লাগামহীন নিত্যপণ্যের দাম শুনে
আঁতকে ওঠা অত্যাচারিত জনতারই একজন
হয়ে গেছি কখন যেন ।
কবিতায় তোমার জন্য এখন আর অশ্রু নেই,
নেই যত্রতত্র বন্ধুঘন তোমার শিল্পকলার আঘাত প্রসূত
কাব্যিকতার করুণ রস ।
আমার কবিতারা এখন চলে গেছে জনতার কাতারে,
"শাসক তুমি ঠিক হও, ঠিক হও"
করছে সেই সংগ্রামী চিৎকার ।
(০৯.১০.২০২৪)