ছাল নাই কুকুরের বাঘ তার নাম,
কাড়বে সীতার ভূমি বধ কোরে রাম !
(আহা যেন হিটলার বা চেঙ্গিজ খান !)
পিঁপড়ার পাখা গজে মরবার তরে,
সে মরণ চায় উগ্র ফিরে একাত্তরে ।
অগ্নি মাঝে ঝাঁপ মারে পতঙ্গ নির্বোধ,
মানে অগ্নি একাত্তরে মরারই শপথ ।
অপরিপক্ক, অ-জ্ঞান, ধর্মান্ধ শংকর,
একাত্তর দিয়ে দেবে মুহূর্তে কবর ।
একাত্তরের চেতনা দাও শুধু গালি,
মগজ ধোলাই উগ্র চেনোনি বাঙালি ।
একাত্তর নয় কোনো তুচ্ছ স্বৈরাচার !
পরোয়া করো না উগ্র করবে এবার,
ইতিহাস বুঝো নাই বুঝবে এবার,
বাঙালির একাত্তর কী ঐশ্বর্য তার ।
(বাঙালির মহা গর্ব খুঁচিয়ো না আর )
বোঝো না অন্ধ শিক্ষার মরু মনস্তত্ত্ব,
একাত্তরই বাংলাদেশ সেই মহা সত্য।
(২৬.১২.২০২৪/৩১.১২.২০২৪)