একাকীত্বের মসনদে আসীন বেদনাহত এক সম্রাট,
তার রাজ হৃদয়টি শোনো হে সাকী প্রত্যাখ্যানে জমাট
আঘাতের এক দারুণ দুনিয়া আর খল হাওয়াদের স্মৃতি,
তাই দেখো তার দিলের দুয়ারে লাগানো ক্রুদ্ধ কপাট ।
********* ********* ********* *********
সম্রাটের দরবারে ভাসে শূন্যতার সুরা
শঠ হাওয়াদের গল্প পাষাণে খোদাই করা
স্মৃতির দহনে পোড়ে সঙ্গহীন গুলশান
শ্রেষ্ঠ জ্বিনের মতোন বেদনারা আত্মহারা ।
(০১.০১.২০২৫)
(০৩.০১.২০২৫)