এই প্রহেলিকার রাজ্যে নেই
নাগরিকের কলরব, ভবিষ্যতের নিনাদ।
শুধু শোনা যায়,
প্রতিবাদের বুকে শরবিদ্ধ আর্তনাদ।
জীবনের পারে
আছড়ে পড়ে সেখানে আগ্রাসী অন্ধ স্রোত।
সেখানে নিরাপদ থাকে তারা
যাদের আছে বধির ও বোবা বোধ।

সেখানে
আজকের কবিতারা কলঙ্কিত ইতিহাস।
এই প্রহেলিকার মাঝে খেলা করে চাপা আনন্দ,
অবশেষে পূর্ণ হবে
একটি কাক রাজ্য প্রতিষ্ঠার অভিলাষ।
আমরা প্রাণহীন হবো,
আমাদের শিরদাঁড়া থেকে ছিঁড়ে ফেলা হবে
দাবী, অধিকার ইত্যাদি মানবিক চিৎকার।
সেই বিবরের মতো বিপন্ন সময়ের আগেই
মরণকামী এবং ঐশ্বরিক এক প্রতিরোধী গর্জনে
এখনই গর্জে ওঠা খুব দরকার।

(২৯.১২.২০২৩)