এই ঈদে আমার এ বুকে
ফিলিস্তিনি রক্ত আর কান্না ।
এ ঈদের খুশিতেও
বুকে আমার অভিশাপের বন্যা ।
এ ঈদে আমাকে আলিঙ্গনে
ফিলিস্তিনি শিশুদের পুড়তে থাকা
জীবনের গন্ধ ছাড়া
কোনাে ঈদ আনন্দের সৌরভ পাবে না ।
ফিলিস্তিনের সংহারে
যত দানবেরা বেঁচে আছে,
তাদের বিনাশের প্রার্থনা ছাড়া
আমাকে ঈদের মোবারক জানাতে এসো না ।

(১৭.০৬.২০২৪)


** সবার ঈদুল আজহা উদযাপন আনন্দময় হোক।