সৌন্দর্যে ভয়ংকর এক ছবি !
সে কী বিকেল,
ফেটে পড়া স্বর্ণালী সূর্য
স্রষ্টার তুলিতে
নীল আর মেঘের আকাশ
নীচে নদী,
আর সে নদীর ঘাট থেকে অদূরে
বাংলার বটের শিকড়ে
সে কী অনন্য সিলুয়েটে
যেন অমর এক চিত্রকর্মে
অধিষ্ঠিত তুমি ।
এ কি দৈব মুহূর্ত খুঁজে পেয়েছিলে তুমি,
তুলেছিলে এই ছবি !
বিস্ময়, মুগ্ধতায়
তুমি যেন অমর সাহিত্যের কোনো নায়িকা,
মন হরণ করা রমণী।
হানা দেবে আমার কবিতার ভুবনে
মনোহর এমন শিল্প হয়ে, কখনো ভাবিনি।
যদি দেখতেন শামসুর, সৈয়দ হক
অথবা কবি সুনীল এই ছবি,
তবে তুমি হতে তাদের আরো মহত্তর
কবিতার নারী, এ আমি নিশ্চিত জানি।
(০৪.০৩.২০২৪)