এ তো নয়
তুমি ভালোবাসোনি আমায়
আমি ভালোবাসিনি তোমায়
এ তো নয়
এ তো নয়
শপথে বাঁধিনি দু'হৃদয়
ছিল আমাদেরই কোনো ভয়
এ তো নয়
এ তো নয়
আঘাতে ভেঙেছি হৃদয়
কষ্টে কেঁদেছে সময়
এ তো নয়
ভালোবাসা যেন খেয়ালী পাখির মতো
উড়ে চলে যেতে চায় দূর অজানায়, অজানায়।
ভালোবাসা যেন মুখর সমুদ্র থেকে
অকারণে হঠাৎই মৌনতার পাহাড় হয় ।
এ তো নয়
ঘটেছিল অন্য পরিচয়
হয়েছিল অন্য প্রেমে জয়
এ তো নয়
এ তো নয়
ছিল সামর্থ্যে পরাজয়
ছিল অনুভবে কোনো ক্ষয়
এ তো নয়
হয়তো বুঝিনি দু'জনে ভালোবাসারই নিয়মে
লুকিয়ে থাকে এক শিকারী রহস্যময় ।
হয়তো জানিনি দু'জনে ভালোবাসারই নিয়মে
একদিন অভ্যাসে শুধু নীরবে পথ চলতে হয় ।
(০১.০১.২০২৫)