আমার এ হৃদয়টিও
শেখ মুজিব এর
ধানমন্ডি ৩২ নম্বরের নিবাস ।

বুলডোজার আর ধর্মান্ধ ক্রোধ
নিয়ে এসো,
গুড়িয়ে দাও একিসাথে কোটি কোটি আরো
বাংলাদেশের বুকের ৩২ নম্বর বাড়ি
এবং শেখ মুজিব এর ইতিহাস।

(০৬.০২.২০২৫)