বৈষম্য দেখবার জন্য তো জন্ম হয়নি
বিভেদে বিভক্ত হবার জন্য তো জন্ম হয়নি
অহেতুক মৃত্যু দেখবার জন্য তো জন্ম হয়নি
প্রেমহীন জীবন কাটাবার জন্য তো জন্ম হয়নি
বিচ্ছেদ বিচ্ছিন্নতা সহ্য করতে তো জন্ম হয়নি
হাহাকার শুনবার জন্য তো জন্ম হয়নি
অযথা বঞ্চিত হবার জন্য তো জন্ম হয়নি

পুরো পৃথিবীর সৌন্দর্য আর সুখ
পাবার জন্যই জন্ম হয়েছিল
পুরো পৃথিবীর মানুষ মানুষের বন্ধু হবে
সে অনির্বচনীয় রূপ প্রত্যক্ষ করার জন্যই তো
জন্ম হয়েছিল

অথচ জন্ম হলো অযথা শ্রেষ্ঠত্বের যন্ত্রণায়
পরম প্রীত হয়ে সাধুবাদ আর কৃতজ্ঞতা
প্রকাশের জন্য
না করলে অলৌকিক শাস্তির ভয়ে
কাঁপতে কাঁপতে বাঁচার জন্য
জন্ম হলো শুধু শুনতে বিধিলিপির দুর্দান্ত দ্যোতনা
জন্ম হলো দেখতে
বারবার ক্রুশবিদ্ধ হয় মানবতা !

মানুষের বিভৎস আর বেদনার নারকীয় খেলা  
মানুষেরই সাথে সাথে কোনো অবয়বহীন রহস্যের
অর্থহীন আত্মমুগ্ধতাসুচক উপভোগ্যতার জন্যই
যেন মানবদের অভিশপ্ত এ জন্ম সৃষ্টি হয়েছিল

সে জন্য আমার সেই কৈশোরেই
বিখ্যাত "বোহেমিয়ান রেপসডি'র" অনবদ্য পঙক্তিটি
আমার ঘরের দেয়ালে দারুণ অভিমান আর আক্রোশে
রেখেছিলাম সেঁটে

"কখনো আমি আকাঙ্ক্ষা করি কখনো আমার জন্ম হয়নি" ।

(২৪.০৭.২০২২)