প্রতিটি মানবের ভেতর দু’টো পশু বসবাস করে;
তবে তারা নিতান্তই পোষ্য;

একটি পশু, জীবনে যা কিছু শুভ,
ভালোবাসা
বিশ্বাস
সহানুভুতি; ঠিক তেমনটি ।

অন্যদিকে, অপর পশুটি
ভয়
গ্লানি
লোভ
আত্মনিধন এর মতো,
এই জীবনে অশুভ আছে যতো, ঠিক তার মতো;

তাহলে শেষ পর্যন্ত কোন পশুটি জিতে?

তুমি প্রতিদিন আদর যত্ন করে খাবার দেবে যাকে, -  সে ।


(১২.১১.২০২০)


(নিউ মিউটেন্ট ২০২০ চলচ্চিত্রের শেষ অঙ্কের সংলাপ অনুযায়ী রচিত। সেখানে অবশ্য দুটো ভালুকের উলে­খ করা হয়েছে, যেহেতু চরিত্রটি রেড ইন্ডিয়ান অরিজিন।)