দুর্নীতিবাজ কে নিয়ে কবিতা লিখলে
কী হতে পারে তার কাব্যিকতা ?
কী হতে পারে রূপক, অলংকরণ অথবা উপমা?
কবিতার গুণাবলী ঠিক রাখার এসব ভিড়ে
যেমন করে পালায় সব দুর্নীতিবাজ
রাষ্ট্র ও তার অগণিত রক্ষক দলের
নাকের ডগা দিয়ে, তেমন করেই কি পালাবে না ?

অতএব আবির্ভূত হন আমার সম্মুখে
রফিক আজাদ,
ভাত দে হারামজাদা'র মতো....

শালা, জনগণের সম্পদ চোর, বেজন্মা
আরো ইতর থেকে ইতরতর অশ্লীল, অশ্রাব্য
গালিগালাজের সরাসরি মহিমা ছাড়া
দুর্নীতিবাজ কে নিয়ে কবিতার কাব্যিকতা যেন
ঠিক অনবদ্য মহান হয়ে ওঠে না ।

ওহ! কুর্ণিশ আপনাকেও পনেরো লক্ষ টাকার
ছাগল জাঁহাপনা !

আপনিই এই সময়ে দুর্নীতিবাজ বিষয়ক কবিতার
বিস্ময়কর কাব্যিকতা!

(৩০.০৬.২০২৪)