দুঃখিত বলতে না পারার দুঃখময় অহংকারে,
দু'হৃদয় হাঁটে দূরত্বের দুটি পথে কষ্টের গহ্বরে,
জানা নেই কী করে ভাঙবে স্তব্ধ ভাষার ব্যর্থতা,
বলবে কঠিন সেই শব্দ "দুঃখিত", দুঃখিত স্বরে ?
****** ****** ****** ****** ******
জীবনের বিবর্ণ অংশেরা যথার্থ রহস্যে হয় স্মৃতিহীন,
দূরবর্তী জগতে তখন বিস্মৃতির সুখে কেটে যায় দিন,
তবে হঠাৎ বিস্মৃত চালচিত্রের চরিত্র যদি করে যােগাযোগ
ওঠে প্রশ্ন, কেনো? হতে হয় অপ্রস্তুত চেনার চেষ্টার সম্মুখীন।
(১০.০১.২০২৫)