দুঃখিত, আমার জানালায় বৈষম্য বাতাস
লুটপাট আনন্দে বয়ে যায় ।
ফটকের বাইরে আমার,
মসনদ লোভী বহু কুকুরের রক্তাক্ত গোলমাল
লেগে থাকে প্রতিদিন।
আমার ফুটপাতে, আমার রাস্তায়,
আমার জনজীবনের সমস্ত আঙিনায়
রাজনীতি লেবাসের অনেক জোচ্চর ও খুনিরা
পেতে রাখে, কী বহুবিধ বিভৎস অন্তরায় !
দুঃখিত,
আমার পতাকায় ধৃষ্টতাপূর্ণ অসম্মানের কাদা ।
আমার মহান সে ব্যক্তির খন্ডিত করে মস্তক
এই দেশে জন্ম নেয়া কিছু বেঈমান পশু ।
আমার উর্বর ও স্নিগ্ধ মাটির এ মানচিত্র
দখল করে নিতে চায় মরু ও পাথর মানসিকতার
কিছু শংকর মনস্তত্তের জন্তু ।
দুঃখিত, ভাবিনি বিদ্রোহীরা হবেন এতটা অসংলগ্ন,
অপরিপক্ক এবং গন্তব্যহারা,
এবং লালন করবেন অন্তরের নিভৃতে
নিশ্চিহ্ন করে দিতে
আমার আবহমান পরিচয় এবং ইতিহাস ।
বুনে দিতে চাইবেন যেন বিদ্রোহীরা
লাল সবুজের এই মৃত্তিকায় উত্তপ্ত বালু প্রাচ্যের
মতো মতাদর্শ।
দুঃখিত, আমি মালিক নই, নাগরিক নই ।
নেই কোনো অধিকার, নেই যেন ইতিহাস, পরিচয়
এবং কখনোই ছিল না জবান।
অবিনাশী এক মহান বিজয় অর্জন করার পরও
আমার কিছুই নেই ?
যে ঐক্যের আলো সৃষ্টি হবার শপথ ছিল,
ভেঙে দিলো তা বিভেদের কোন সে বিপন্ন উচ্ছাস?
যেন থেকে যাবো শুধুই
একের পর এক অধিষ্ঠিত আব্রাহার কৃতদাস,
আমাকে উদ্ধারে পাঠানো হবে না কখনোই
আবাবিল পাখিদের ।
অতএব দুঃখিত,
পত্তনে এবার বাঙালি মনের চূড়ান্ত বুনিয়াদ,
দেখি আমি দ্রষ্টার মতোন চরম আত্মত্যাগের
আবারো বীরত্বপূর্ণ সেই পথ....
যা এক সাগর রক্তের আরেকটি অমর সংগ্রাম ও
সমরে ফেরা ।
এবং সে বিজয়ে বাঙালি ও বাংলাদেশের চেতনা
জনতার মাঝে স্রষ্টা অনুভবের মতোই
হতে হবে চিরস্থায়ী সত্য ও নিখাদ।
(২৯.১১.২০২৪)