আমার জন্য দুঃখ রেখো না মনে,
আমার এ দুখী মুখ, অবয়ব, অন্য কারণে।
আমার আকাশের কাছে আমি একা,
যে সমুদ্র গর্জন করে গেলো এত সন্নিধানে
তার সাথেও ভালো করে হলো না দেখা,
প্রবল বাতাসে বলা হলো না এ সমগ্র জীবনে
ভালো করে কোনো কথা।
যাওয়া হলো না, থেকে গেলো কী অপরিচিত
কত নদী আর কত পথ,
ধারণ করিনি চূড়ার মহিমা আরোহণ করে
এই সবুজ ভূমির একটিও পাহাড় অথবা পর্বত।
এত যুগান্তরের মাঝেও একটিও হলো না
অরণ্যের দিন রাত,
এসব সত্য হবার দুয়ারে যা প্রয়োজন
কখনো পড়েনি সেই বন্ধু নামের করাঘাত।
যদি বলি, যদি লিখি,
জানি হয়তো তা নির্লজ্জ ও করুণ,
তবে দুঃখ না জানিয়ে আমি যাবো না,
জল অথবা পাথরের মতো পড়ুন কিংবা না পড়ুন।
(১১.০৭.২০২৪)