আমি একজন দুখী ও নিঃসঙ্গ মানুষ।
অভিযোগ তোমাদের থেকে আমার
আর আমার থেকে ঈশ্বরের কপালেও জোটে।
তুমি এত সুন্দর, এ অস্তিত্বে কষ্ট জেগে ওঠে।
তোমাকে দেখতেই হবে এ পৃথিবী,
তাই প্রেমের মতো কোনো শব্দে আজ
ভাঙ্গি না মৃত্যুর মতো নীরবতা আর
আমার এই ঠোঁটে ।
(১৩.০৭.২০২৩)