(১)
ঠিক আছে ভাই অর্থনীতি নারীরা মাখছে লিপস্টিক !
নেতাদের এই বেলাজ কালের সাক্ষী ঘড়ির টিক টিক ।
বেহায়া নেতারা ইকোনমি মাপে কোকা-কোলা, স্যান্ডেলে,
অভাবে হাঁটেন জনতার দল নেতাদের চোখে পিকনিক ।
(২)
দুইজন কবি লিখে রুবাইয়াৎ কবিতা আসর মাঠে,
সাকী এসে এসে সুরা ঢালে আর জাগায় প্রেরণা ঠোঁটে ।
মনোগুঞ্জনে বিভোর কলমে যেন কবিরা খৈয়াম,
আহা আহা করে কবিতা আসর তাদের রুবাই পাঠে ।
(১৪.১১.২০২৩)
উৎসর্গ : কবি শহীদ উদ্দীন আহমেদ এবং কবি রেজাউল করিম সোহাগ । দুই জন কবি একনাগাড়ে রুবাইয়াৎ চর্চা করে চলেছেন । দুজনেই অতি শীঘ্র দুইশ রুবাইয়াৎ সম্পদের কবি হবেন। এই চর্চার ভিত্তিতেই তারা অভিনন্দন যোগ্য আমার দৃষ্টিতে।
**সাকী এবং সুরা'র সরাসরি অর্থ ছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ রুবাইয়াৎ অর্থ হলো, সৃষ্টিকারী অথবা প্রেরণাদানকারী (সাকী) এবং জ্ঞান অথবা বিবেক বা বোধ (সুরা)। এই অর্থে আমার রুবাইয়াতেও ব্যবহার করেছি, তবে না জানা সাধারণ পাঠক ভাববে, নারী আর মদের কথাই বলছি। আপনারা কী জানতেন ?🌷