বিচ্ছিন্ন দ্বীপের মতো একা
সপ্ত আকাশের মতো কৃষ্ণ নীরবতা
মেলা ভাঙা মাঠের মতো শূন্যতা
মধ্যরাতের ফুটপাথের মতো শুনশান নির্জনতা
যুদ্ধের মৃত লাশের প্রান্তরের মতো স্তব্ধতা
মৃত নগরীর মতো নিঃশব্দতা
আমার এখন ।
সেদিনের সে কালজয়ী বিশ্বাসঘাতকতার
মুহূর্তটি থেকে
যেদিন খাজুরাহ, সূর্য মন্দিরের মতো
আদিম উপভোগ্যতার চিত্রটি যখন
বন্ধুত্বের বর্ণিল দর্শন ও শৈল্পিকতায়
ফুটিয়েছিলে ঐ পাহাড়পুরে।
তাই তোমার যেকোনো উপস্থিতি আজ....
একটি মাংসল, কামুক
প্রেমহীন পৃথিবীর মুখের মতো
আমার সম্মুখে
লজ্জাহীন নগ্ন উৎসব করে।
আমি মৃত্যুর মতো জীবনের দিকে তাকাই
দু'চোখে ঘৃণা ভরে।
(২১.০৮.২০২৩)