তুমি চাও, আমি কথা বলি কবিতায়
রূপকের বাক্যে,
যেন আঘাতে না হয় প্রকাশিত
সম্পর্কের অগণিত রত্নরাজি
যা রক্ষিত তোমার বুকের কক্ষে।

কেননা আমার কবিতার সরাসরি বাক্যে,
কী বিবস্ত্র হতে থাকে
ছলনা ও হেঁয়ালির ঐ বন্ধু ক্ষুধার্ত শরীর,
দ্রৌপদী হলেও
থামানো সম্ভব হয় না তোমার পক্ষে ।

(০১.০৬.২০২৪)