যতই বুক পেতে আমরা আগলে রাখি
লেগে যায় রক্তের দাগ পতাকায়।
মানচিত্রে শায়িত করি মৃত্যু, দশকে দশকে।
এত মহান এক বিজয়ের ইতিহাস
প্রাপ্তি হয়ে যাবার পরও,
আমরা গড়ে তুলতে পারি না একতাবদ্ধ সুখ,
ঐক্যের চেয়ে অনৈক্যের রক্তে সিক্ত হতে
আমরা মুখিয়ে থাকি আগুন ও পতঙ্গের
সেই বিনাশকামী চরিত্রের মতো ।
সারমেয় অথবা শকুনের মতো একে অপরের
মাংস ছিঁড়ে খেতে দশকে দশকে
আমরা থেকেছি শুধু ইতর ও উদ্ধত ।

কত ভূমিতে ঈর্ষার চোখে দেখি
ভিন্ন মত, পৃথক চিন্তা, আদর্শ ও নীতি
পাশাপাশি হাঁটে, ঠাট্টা করে আর হাসে যেন বন্ধু
এবং নিজেদের কিছু কিছু মূল্যবোধ
আর চেতনার সমুন্নত গর্বে কথা বলে এক কন্ঠে
সমগ্র ভূমিটি দারুণ দৃঢ় অবিরত ।

অথচ আমাদের সেই মহান বিজয়
এত পবিত্র হয়েও দশকে দশকে আমরা
এই পতাকা,
   এই মানচিত্রে মাখিয়ে দেই মৃত্যু আর রক্ত।

(১৫.০৯.২০২৪)