দর্শন আমি কপচাই না, তবু দাও হেমলক,
তোমাদের দর্শন অসহ্য
তাই পান করে নেবো ঢক ঢক;
সামান্য একটা জীবন খেয়ে দেয়ে কাজ নাই,
সামান্য জ্ঞানের স্পর্শে
শুধু দর্শন কপচানো চাই ;
যেখানেই যাই কোনো নিস্তার নাই !
জুয়ারী, মদ্যপ, সরকারি চাকর, কবি
ইত্যাদি আরো কত কী
দর্শন তাদের ঝাড়া চাই !
হাজার দর্শন ঠেলেও সমাধান কিন্তু পায় না ;
ঘুরে ফিরে একি জায়গায় আসে
তবু কিছুতেই থামে না !
শুনতে শুনতে ইচ্ছে করে দিতে
এমন চিৎকার,
থামা রে শালা সক্রেটিস,
অল্প বিদ্যায় আর করিস না অত্যাচার ;
ঐ দেখ কোটি কোটি মানুষ বাঁচে দর্শন ছাড়া,
সক্রেটিস কী বস্তু না জেনেও
জীবনটা পার করে দেয় তারা ;
দর্শন ছিটাও থুতুর মতো,
চড়ুই'র মতো পালায় ফুরুত করে উড়ে ;
শেষ হয় না বৈষম্য শেষ হয় জীবন অবিচারে,
বৃক্ষের মতো আমাদের বোবা জীবন
শুনতে শুনতে মৃত্যু বরণ করে ।
(০১.১০.২০২২)