আমার তো কোনো দর্শন নেই তোমাদের এত কেনো ?
নিঃস্ব জীবন হলে বের হতো দর্শন কপচানো ।
এত এত দর্শন ঝাড়ো যদি তৃপ্ত কন্ঠস্বরে
থেমেছে পৃথিবীর অসুখ কোনো দর্শন ঈশ্বরে ?
ভরা পেটে আর গৃহ নিরাপদে বলো যত দর্শন
বিপন্ন পৃথিবীর মুখ তত থুথু করে বর্ষণ ।
বিলাসী তোমরা যেন দর্শন অধিপতি অভিজাত !
প্রান্তিকের দু'চোখে ভাসে কী যে ঘৃণা ভরা হতবাক ।
দর্শন পাঠ ছেড়ে করো পাঠ ক্রুর বাস্তবতার
যা থামাতে পারে পৃথিবীতে ক্ষুধা অসাম্য অবিচার।
(২৮.০৬.২০২৪)