অনেক পথে হাঁটবো বলে
অনেক পথে হাঁটিনি.......
মনে পড়তেই হে সমৃদ্ধ রমণী
বুকে ধেয়ে এলো
হত্যাকারীর মতো গ্লানি ।
ভেঙে পড়া বিশাল অশ্বত্থের মতো
আমি কি পথ আটকে দাঁড়াইনি ?
আমি যে অযোগ্য দলের শিরোমণি
অনেক কিছু পারিনি বোলে
অনেক কিছুই করিনি
পাখিদের মতো উড়িনি
সময়ের ঘোড়া জাপটে ধরিনি
ছেঁকে ছেঁকে জীবনের রত্ন
খুঁজে নেবার ঋদ্ধতা অর্জন করিনি।
তবু কী বৃহৎ এ স্পর্ধা আমার,
কখনোই ছুঁতে পারবো না যে ঐশ্বর্য তোমার
তাকেই ভেঙে দেবার দাবী থেকে
কী এক অধম অহংকারে
কী এক বঞ্চনা ব্যর্থতার অন্ধ রাগে
আজো সরে আসিনি।
দূর নির্বাসনের দন্ডাজ্ঞা দাও এবার,
হে আমার মধুর সম্রাজ্ঞী।
(২২.০৪.২০২৩)