তোমাকে ভালোবাসতে গিয়ে
যেন পেয়ে যাচ্ছিলাম.........
সমরভূমিতে অস্তমিত সূর্য রুখে দিয়ে
ইউশা পয়গম্বরের জয়ের মতো
অমিয় প্রেম অর্জনের বিজয় ।
অথচ আজকাল তোমাকে দেখলেই
মনে হয়......
পয়গম্বর বালক দাউদ এর ঢিলে
দৈত্য জালুতের মৃত্যুর মতন
অবিশ্বাস্য ও ঐশ্বরিক আমার পরাজয় ।
(২৫.০১.২০২৩)