হয়ে যাবো আমিও দ্বৈত নাগরিক ।

যতদিন দেবে ভালোবাসা
মস্ত দুর্নীতিবাজের মতোন কুক্ষিগত করবো সমস্তই,
কেনা গোলাম নেতাদের মতোন
কৃতজ্ঞ প্রেমিক হয়ে থাকবো তোমার পাশে,
থেকে যাবো তোমার সীমাহীন ভালো লাগার
কাশ, ঘাস আর মহা সংগ্রামী সে বিজয় ইতিহাসের
গর্বিত এই স্বদেশে ।

আর ক্ষমতার পালাবদলের মতো
ভালোবাসা যদি হয়ে ওঠে হঠাৎ উদ্যত খড়গ,
তবে হবো আমি দ্রুত পলাতক এক প্রেমিক
ঐ দ্বিতীয় নাগরিকত্বের পরদেশে ।

বেশ থাকবো, করবো উপভোগ লুটে নেয়া
তোমার ভালোবাসার মধুর স্মৃতি সম্পদ
এবং করবো অন্যায় উৎখাতের প্রতিবাদ
মাঝে মাঝে বেশ আয়েশ করেই
বিরহী পোকার মতো অন্তর্জালে ।

এরপর যদি একদিন দুঃখ আসে তোমার,
যদি চূড়ান্ত অভাব বোধ করে
এই দুর্বৃত্ত অথচ অতিমাত্রায় একাগ্র প্রেমিক আমাকে,
দাও সরকারী বাজেটের মতোন
বিবর্ণ এ ভালোবাসাকে পুনরায় দুগ্ধ সাদা
করে ফেলার অপূর্ব সুযোগ,

তবে স্বদেশের অর্থনীতি বিপন্ন করা
বেহায়া ব্যবসায়ী নেতার মতোন
এক লহমায় ফিরে আসবো তখন তোমার কাছে,
প্রথম নাগরিকত্বের অপরিসীম জন্ম অধিকারের
আনন্দে নেচে নেচে ।

(০৯.০৪.২০২৫)