যে জানে না হৃদয়ের পাঠ
যার আবেগে নেই সমুদ্র জল
খসে পড়ে যখন নক্ষত্র
যে দেখে না সে শূন্যতা
বেদনার দহনে যে ঢালে
বরফের মতো হিম মৌনতা
তাকে বোঝানো কখনো যায় না
জীবনের কাব্যিকতা।

যে অনুভব করে না ঈর্ষার বন্ধনে
জোনাকির মতো জ্বলা নিবিড় প্রেম
যে থামায় না তার অবাধ্য ডানায়
অবাধ বিহঙ্গ বিচরণ
যার থাকে অনন্ত আকাঙ্ক্ষা
অবিরত মজলিসে স্তুতির শিষ
আর শত আদমের সাথে বন্ধু শিরোনামে
শৈল্পিক সুখের আদিমতা
তাকে দিতে যেও না প্রেমের কাব্যিকতা ।

যদি দিতে যাও
তবে দেখা দেবে কাব্যিকতার সত্তায়
প্রণয় কলঙ্ক চিহ্নের মতোন
অচরিতার্থ শব্দের কষ্ট বিদ্ধ মুখরতা ।

(০৯.০১.২০২৩)