আমি প্রেমে পড়িনি তোমার ঐভাবে,
যেন প্রথমবার
কোনো প্রেমিক প্রেমিকার মতন
দুজনে একসাথে
আমাদের প্রেমের ইতিহাস গড়ছি ।

আমি প্রেমে পড়েছি তোমার,
সময় পেরিয়ে অথবা অসময়ে
ঘটে গেছে যখন অন্য কারো সাথে
তোমার নিজস্ব কিছু প্রেমের ইতিহাস ।

তাই খুব ঈর্ষা আর অভিমান নিয়ে আজ,
উৎকণ্ঠিত সত্যান্বেষীর মতো আগ্রহে
বিগত সে রহস্য প্রেমগুলো তোমার
দিনরাত আমি শুধু পড়ছি ।

(০৬.০৯.২০২২)