কেনো এই নির্মমতা ? কেনো এই স্বার্থ,
এ বিদ্বেষ কবে হবে শেষ ?
রাতের আঁধারে খুলে দিলে জল বিপদের গেট !
ভাসালে নূহের প্লাবনের মতো আমাদের বাংলাদেশ !
বাঁচবে তোমরা, বাঁচবো আমরা, বাঁচবে সবাই মানুষ,
হবো না তো কখনোই মানচিত্রে, কাঁটাতারে
                              অমানবিক ও অমানুষ।

কাঁপেনি একটুও আত্মা, তুমি কি জানতে না,
খুলে দিলে উন্মত্ত জলের গেট ধেয়ে যাবে বন্যা,
ডুবে যাবে বাংলাদেশ, জেগে উঠবে
আকাশে বাতাসে চরাচরে তার মানুষের কান্না ?

মানুষের বিপর্যয়ে কী করে পাও তোমরা সুখ !
বাংলাদেশ দিলে ডুবিয়ে অকস্মাৎ
          বিবেক ও গ্লানির চিহ্নহীন তোমার বুক !
নেই এক ফোঁটা অশ্রু অথচ তুমি কি জানো ?
আমাদের ভাসিয়ে দেয়া এ সর্বনাশী বন্যার মতোই
অশ্রুতে প্লাবিত আজ তোমার আমার ঈশ্বরের মুখ ।

(২৩.০৮.২০২৪)