তুমি দেখো,
আলেক্সজান্ডার দ্য গ্রেটের মতো
কর্মক্ষেত্রে আমি সাম্রাজ্যের পর সাম্রাজ্য বিজয়ের
ভয়ানক অহংকার নিয়ে হেঁটে বেড়াই;
কোনো দুখের নেই সে দুঃসাহস
আমার কাছে আসে;
অথচ দেখো না তো,
আজন্ম ক্ষুধার্ত
অলক্ষ্য অস্পৃশ্য তুচ্ছ এক ভিখারীর মতো
নিজের নিঃসঙ্গ দমবদ্ধ ঘরে ভীষণ একা আমি
এক অর্থহীন মানব পশু
একটি অর্থবহ জীবনের ভিক্ষা চাই ।
তখন দুঃখরা যেন কব্জার মধ্যে পেয়ে
দুর্ধর্ষ কান্ডজ্ঞানহীন মাস্তানের মতো
প্রহার করতে করতে মহা উল্লাসে হাসে ।
তবে হে মহান ক্রুর বিদুষী
অবিরত তোমাকেই ভাবি
আমার এ দ্বিখণ্ডিত ব্যক্তিত্বের দু'পাশে বসে।
(২৪.০৭.২০২২)