আমি একজন দুখী ও নিঃসঙ্গ মানুষ ।

বিষন্ন, বিযুক্ত ভিক্ষুক যেন ফুটপাতে।

তবু করুণা ও প্রশ্রয়ের চেয়ে বিরক্তি

এবং তিরস্কারই আমার কপালে জোটে ।

কী যে উন্নত বোধ ও সফলতার আলো

বিচ্ছুরিত হয় তোমাদের মুখের প্রেক্ষাপটে।

তুমি এত সুন্দর, তবু তোমার  

মিমাংসিকা মনস্তত্ত্ব একদিন ভয়ংকর হয়ে ওঠে।

তোমাকে দেখতেই হবে এ পৃথিবী,

কেননা ক্ষুদ্র কোনো হৃদয়ের পরিক্রমায়

শৈল্পিক জীবন ভোগে বিঘ্ন ঘটে।

বহুগামীতার এই অবিরাম শিল্পীত সংগ্রামে

আশ্চর্য সন্ধ্যার মতো বিধুর নিস্তব্ধতা

আজ আমার এই ঠোঁটে ।

(১৪.০৭.২০২৩)