বিলি, আমি কথা রেখেছি।
ধরেছি তোমার হত্যাকারীকে।
কেটেছে অনেক বিনিদ্র রাত্রি,
বহু সূত্রের পথ ধরে
ঘুরপাকে অস্থির থেকেছি রাতদিন।
সন্দেহের তালিকায় যুক্ত করেছি,
খারিজ করেছি,
থামিনি, এক মূহুর্ত থামিনি বিলি,
তারপর একদিন
খুঁজে পেয়ে ঐ পশুকে
নরকের নৃপতির কাছে পাঠিয়ে দিয়েছি।

শেষ দিনটিতে
তোমাকে আশ্রয় দিয়েছিল
যে নদী আর বৃষ্টি
ওদের জানিয়েছি ভালোবাসা,
আর বাতাসে ছড়িয়েছি
তোমার শায়িত দেহের ঠিকানা ।
যেন এ পৃথিবী মাঝে মাঝে
কোমল স্নেহ ধারা তার
তোমার উপরে ঝরাতে ভোলে না।
এ পৃথিবীর মানুষগুলোর মাঝে
বাস করা অমানুষদের একজন
একটি পূর্ণাঙ্গ জীবন চক্রের
সুখ হাসি কান্নায়
তোমাকে ভাসতে দিলো না ।

আমি আমার কথা রেখেছি,
তবে তাই বলে,
তুমি তোমার অভিযোগ জানাতে ভুলো না,
বিলি, কথা দাও, একদম ভুলবে না।

(১৭.১০.২০২৩)