দেরি হয়ে গেছে ।
আকাশের মেঘ গেছে সরে
সুগন্ধী সন্ধ্যাও নেমেছিল
নক্ষত্ররা এসেছিল, ওরা চলে গেছে ।
চাঁদ হেসেছিল, অমাবস্যায় ঢেকেছে।

তার মন নীল ময়ূরীর মতো ডেকেছিল
অথচ স্বর্ণালী হরিণীর মতো হারিয়েছে ।

(২১.১০.২০২২)