বুকে জ্বলে চলেছে
নরকের মতো মহা নক্ষত্র,
লিখতে চাইছি পয়গম্বরের মতো
অবিনশ্বর বিরাগের শত ছত্র।

হয়নি, হয়নি!
আরো প্রতিশোধকামী চাই যে আমি....
নরক নক্ষত্র আগুনে পুড়াতে থাকি
একের পর এক খসড়া পত্র।

যতক্ষণ না অঙ্কিত হবে, বিধৃত হবে,
বিবৃত হবে ক্ষুরধার এবং নিখুঁত.....
আতালিয়া, জেজেবেল আর
দেলাইলার মতো তোমার ঐ প্রকৃত চরিত্র ।

(২২.০৫.২০২৩)