আমি দেবো তোমাকে কবিতার দহন ।
"আমি কী এমন, আমি কী এমন !"
বলে উঠবে তুমি
নরকেরও যা নেই,
প্রত্যাখাত রমণীর সেই ক্রোধের মতোন।
আর আমি ফেলবো শ্বাস
ভালোবাসার শূন্য গহ্বরে, বলবো,
আমি কীটস্, তুমি ফ্যানি ব্রাউন।
আমি দেবো তোমাকে কবিতার দহন।
তুমিই তো চেয়েছিলে
"প্রেম থেকে বন্ধুত্বই টেকসই"
তোমার সেই দর্শন,
ঠিক তেমনটি না হলেও, সেই মুক্তি
যেন পাও, রবিবাবুর লাবণ্য'র মতোন।
দেবো তোমাকে কবিতার দহন,
চিতার আগুনের মতোন ।
যেন হ্যারিকেন নিভে যাওয়া
অন্ধ স্তব্ধ নগ্ন রাত্রির মতোন
গ্রাস করে বিস্মরণ ।
(০৬.১১.২০২৩)