দাঁড়াবো একদিন সমুদ্রের সম্মুখে ।
পরিচয় হলো না যার সাথে
বর্জিতের বিবরে বাসিন্দা হবার ফলে ।
দেখাবো শহরের শৃঙ্খল,
শোনাবো প্রেমিকার শিল্পোত্তীর্ণ দর্শন
কী বিস্ময়কর তা উপহাস করে
কেটে কেটে এ হৃৎপিন্ড ।
অস্থি মজ্জা খুলে দেখাবো আবেগ
অঙ্ক ধূর্ত এ দুনিয়ার আঘাতে
কেমন তা বেদনার্ত ও বিবর্ণ ।
কেউ নেই, কাউকে দেখোনি...
আমার মতো ?
চিৎকারে করে দেবো মর্মাহত
তার মহা সামুদ্রিক নীল বুক,
দুখী করে দেবো ধাবমান অস্থির সুখের
প্রবল বাতাস ।
মানব ও অলৌকিক প্রেরণার সব পৃষ্ঠা
ছিঁড়ে ছিঁড়ে বিতৃষ্ণ ছড়াবো তার তটে...
মহা অস্তিত্বের যত আত্মতুষ্টি করে নেবো গ্রাস ।
(২৩.০২.২০২৪)