আজন্মকাল আমার ইচ্ছেদের ডানা
ভেঙেছে ঈশ্বর,
ও তোমাদের সুনসান নীরবতা
অপ্রেম ও ক্রুর উদাসীনতা ;
প্রতিবার প্রতিরোধে,
আহত পাখির মতো গুটিসুটি মেরে
বিষন্ন থেকেছে ইচ্ছেরা আমার,
আমার বুকের নিঃসঙ্গ নীড়ে ;
যতবার যেতে চেয়েছি
তোমাদের সঙ্গসুখীদের ভীড়ে,
জারি করেছো নিষেধের
কত না কঠোর শব্দাবলী !
কত চেয়েছি নক্ষত্রের মতো
কারো নিবিড় সঙ্গ ;
চেয়েছি আকাশের নীল চিরে,
নেমে আসুক একজীবনের জন্য
এক ভালোবাসার সহচর ;
সন্ধ্যার মন খারাপের বাতাসে
বাহুতে যে দেবে তার কোমল হাতের টান,
মন ভালো করে দেয়ার ;
ঘাসের পৃথিবীতে পা ফেলবে নরম আদরে
আমার সাথে একসাথে,
জীবনের অপূর্ব সব পথে
থাকবে মধুরতম সাহচর্যে অভিযান ;
রাতের নিষেধ ভেঙে
ইচ্ছের ডানা মেলে কত যে যুগল,
আর হাহাকারে মনে মনে শুধু ওড়ে
আজন্ম ডানা ভাঙা আমার ইচ্ছের দল।
(০৭.০৯.২০২২)