ছুটি হলেই ভ্রুকুটি নাচায় আমার ঘর আর নির্জনতা,
বন্দী করে ঘুম, চলচ্চিত্র এবং নিতান্তই অদক্ষ কবিতা,
ধ্বনি ওঠে মুগ্ধ চিৎকারে ওদের অরণ্য, সমুদ্র ও পাহাড়ে,
এবং দাঁড়ায় মুক্তির পরে মুখোমুখি অভিজ্ঞতা আর অক্ষমতা ।


(০৯.০১.২০২৫)