চায়ের কাপে ছোঁয়াশ তোর
উষ্ণ নরম ঠোঁট,

হায় ! চুম্বন ! চুম্বন !

সে যে কী স্বতঃস্ফূর্ত স্বপ্রণোদন ।

না চাইতে দিনে ও রাতে
কয়েকবার,

বুঝলি দেমাগী, চা নয় আর
মাস্ত শরাবে মজবো এবার ।

(২৬.১০.২০১০ / ১৫.০১.২০২৫)