পূর্ব আঁচলের সীমানা, জন্ম থেকে জন্মান্তর...
নেই আমার জানা ।
বুকে বয়ে নিয়ে বেড়াই
আমি দখিনের দক্ষিণা ।
উত্তরে ভেসে থাকে কী যে হিম হৃদয়ের রাজ্য !
যেতে তো পারি না ।
পশ্চিমে যেতে পারি, তবে যেদিন যাবো
নচ্ছার এই পৃথিবী আর খুঁজে পাবে না।
(২৪.০৪.২০২৩)