মুক্তিযুদ্ধে অসীম সাহসে নিয়েছিল মুক্তিযোদ্ধারা অভূতপূর্ব দেশপ্রেমে ঝুঁকি,
প্রশিক্ষিত পাকি বাহিনীর সাথে সম্মুখ সমরে ছিল নির্ঘাত মৃত্যুর মুখোমুখি,
তবু সেই ইতিহাস তুচ্ছ কোরে বেঈমানের মতোন কথা বলে অপরিপক্ক অজ্ঞান,
কী স্পর্ধায় স্বৈরাচার পতন ও সেই শ্রেষ্ঠ বিজয়ের চরমপন্থী তুলনা করা দেখি ।
(০৯.০১.২০২৫)