এসো হত্যার সমাজ গড়ে তুলি,
করে ফেলি আমাদের এ জীবন হত্যাপুরী !
কিসের শিক্ষা, কিসের সভ্য হওয়া
এসো জঙ্গলের আইনে অমানুষ পশুর মতো
চলাফেরা করি ।
তোফাজ্জল এর মতো, আবরার এর মতো,
আরো এমন অগণিত, কাউকে ভালো না লাগলেই
এসো সীমারের মতো পিটিয়ে মেরে ফেলি ।

বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ে
শিক্ষার বদলে নানাবিধ দানবীয় শৈলীতে
হত্যার জন্য
প্রতিটি জানোয়ারকে সার্টিফিকেট প্রদান করি ।

তোফাজ্জল, আবরার সব মরে যাক,
কি হবে, কি হয় আর
এসো, দেশের সর্বোচ্চ সকল বিদ্যাপীঠে
এইসব ছাত্র নামের খুনিদের আদর দিয়ে পালি ।

চলো দেখি, মুখ বুঝে, দু'হাত গুটিয়ে
                  এইসব হারামীদের হত্যাকেলি ।

(২০.০৯.২০২৪)