দেখা হলো তোমার চোখের আলো,
দেখা হলো তোমার চোখের বৃষ্টি ।
দেখা হলো তোমার ঠোঁটের হাসি,
বলা হলো তোমায় ভালোবাসি ।

হয়তো অনেক কিছুই থেকে গেলো বাকী,
তবুও তৃপ্ত এ মন বলে, চলে যেতে পারি ।

দেখা হলো হিংস্র পৃথিবীর কারবার,
নিঃস্ব মানুষের নিষ্ফল হাহাকার ।
দেশে দেশে মানবতার যত অপমান,
শোনা হলো তবু জীবনের জয়গান ।

দেখা হলো বন্ধুত্ব ভেঙ্গে যাওয়া,
প্রবল ভালোবাসার পর শত্রুতা ।
ভন্ড জীবন-যাপনে অভিনয়,
দেখা হলো অনেক জীবনের ক্ষয় ।

অতএব দ্বিধাহীন চলে যেতে পারি,
সবকিছু ছেড়ে,
তাতে আর কার কী এসে যাবে !

(১৩.০৯.১৯৯৯)
(২৭ থেকে ২৯ বছর বয়সে লেখা "আর্চিস এক্সারসাইজ বুক" নামাঙ্কিত খাতা থেকে)