চলে গেলে আজকের রাতের ট্রেনে,
বলে গেলে তুমি কখনো ফিরছো না আর ।
তোমারই মন হয়েছে আজ বিবাগী,
ভালো লাগে না তোমার আর কৃত্রিম সংসার ।
দুঃখ পেয়েছো, জড়িয়ে গেছো ভণিতায়,
অহেতুক এ হৃদয় ভেঙ্গে গেছে অতৃপ্ততায় ।
তাই তুমি আজ চলেছো অজানার পানে,
অন্য কোনো জীবনের আস্বাদ নিতে ।
বলেছিলে তুমি খুঁজে নিতে চাও অন্য কোনো জীবন,
খুঁজে পেতে চাও যা চাইছে আজ তোমার ঐ মন ।
বলেছিলে তুমি, "কখনো আমি করিনি কোনো অভিনয়",
তবুও কেনো পেতে হলো আহা! এত কষ্ট অয়োময় ।
(১৫.০৩.২০০০)
(২৭ থেকে ২৯ বছর বয়সে লেখা "আর্চিস এক্সারসাইজ বুক" নামাঙ্কিত খাতা থেকে)