(১)
অশ্রু ঝরে যাবার পর, হৃদয় শক্ত হয় অতঃপর ।
শোক ভুলে, শোক দিয়ে স্থাপন করতে হয়
ইস্পাত কঠিন শপথ ।
সত্য ইতিহাস হত্যা করে, ধ্বংস করে
যদি দেয় কবর,
তবে জন্মভূমির শুদ্ধ পরিচয় ও প্রত্যয়ে,
দেশপ্রেমের ঐ অনির্বাণ মশাল জ্বালিয়ে,
আলোকিত করে রাখতে হয়,
সত্য ইতিহাস ফিরিয়ে আনার সংগ্রামী সকল পথ ।
(২)
মৃত্যুহীন এবং চির অক্ষয়
থেকে যাবেই,
মাড়িয়ে যত হানাদার, রাজাকার,
ধর্মান্ধ, বেঈমান, কুলাঙ্গারের
ধ্বংস এবং ধ্বংসাবশেষ,
রেসকোর্সের ৭ই মার্চ,
ধানমন্ডি ৩২ নম্বর,
মুজিব, মুক্তিযুদ্ধ, একাত্তর,
২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বর,
লাল সবুজের পতাকা, মানচিত্র,
বাঙালি আর বাংলাদেশ ।
(৩)
আহা !
দ্য ব্রেভারি অফ বিয়িং আউট অফ রেইঞ্জ,
বিদেশে নাচানাচি করা দুই মাংকি অ্যাকটিভিস্ট,
দূর থেকে উস্কানি দিয়ে ধ্বংস যজ্ঞ চালাবার
দুই নার্সিসিস্ট, বাংলাদেশে পা রাখলেই,
ওই দুটো ইতর ওদের ইবলিশি মুখে
টিটকারি করে যা বলে,
সেই একি "জয় বাংলা" উভয় বাঁদরের কপালে,
ঘটে যাওয়া,
উইল নট বি এনিথিং স্ট্রেইঞ্জ ।
(০৬.০২.২০২৫)
**The bravery of being out of range/monkey activist/narcissist/will not be anything strange.