মন খারাপ কোনো বালকের মুঠো থেকে
আনমনে ঝরাতে থাকা শস্য দানার মতো
ছড়াতে থাকি দুঃখ অফুরন্ত আমিও
ঘর সিঁড়ি রাস্তায় ফুটপাথে আমার এ শহরে
এক মুঠ্...... দু' মুঠ্
ছিন্ন হয়ে যাওয়া বন্ধনের এ বিপন্ন সময়ে
তবে কী ছিল আরো দুঃখ দেবার খেয়াল
নাকি ভাঙতে চাইলো দেয়াল
তোমার দাপ্তরিক ভাষার এক চিরকুট ?
(১০.০৮.২০২৩)