না বুঝিলাম সমুদ্র তবুও তা কথা কয়
না করিল স্পর্শ তবু এ বুকের মধ্যে বয়।

তাকাইলে তোমার দিকে
                    সমুদ্র হইতে বাঞ্ছা হয়।
শুনিলে তোমার নাম
        নিজে চাই সমুদ্রের মতো পরিচয়।

এই দেহটার মাটির ভুবনে
কেনো জানি ঘটাইতে ইচ্ছা হয়
ভ্রুক্ষেপহীন সমুদ্রের
                  মহা উদাসীনতার উদয়।

(২১.০৭.২০২৩)