ক্যানভাসে আঁচড়ে আঁচড়ে
ক্ষয়ে যাওয়া রঙ তুলিতে,
আঁকা হলো জীবনটি তোমার
বিমূর্ত এক ছবিতে ।

দুপুর যখন গড়ালো বিকেলে,
অবসরে আজ দেখে নিতে চাইলে,
কেমন ছিল সেই জীবনটি ?
কেমন ছিল এই জীবনটি ।

সে ছবি আজ অবিনশ্বর,
পাল্টাতে পারবে না তো তুমি ।
সে সুযোগ দেবে না তো ঈশ্বর,
ব্যর্থ শত প্রার্থনা রজনীর ।

যন্ত্রণার লাল তার পাশে
নীল বেদনার স্বপ্ন ভাসে ।
সবুজ সুখের খুব কাছে
কালো দুঃখগুলো ছড়িয়ে আছে ।
বেগুনি রঙের সেই আবেগগুলো
ধূসরতায় যেন ঢেকে গেছে,
ক্রোধের সাথে যেন শুয়েছিলো ।
হলুদ কষ্টগুলো ফুটে আছে ।

ধূসর স্মৃতির মাঝে গোলাপি যৌবন
উঁকি মারে, নির্জনে, নীরবে
অসহায় হাসে ।

(০৫.০১.১৯৯৯)
(২৭ থেকে ২৯ বছর বয়সে লেখা "আর্চিস এক্সারসাইজ বুক" নামাঙ্কিত খাতা থেকে)