ক্যাকটাস কখনো কাঁদে না ।
নেই তার কোনো কারণেই অশ্রুর ফোয়ারা ।
কারো স্নেহে, কারো সঙ্গ অথবা বন্ধনে
নেই তার কোনো পুষ্টি গ্রহনের প্রয়োজন,
ক্যাকটাস গেঁথে রাখে তার দেহে
ক্রুর ও প্রণয়হীন কাঁটা
যেন প্রেমের মতোন কোনো স্পর্শে
না ঘটে রক্তক্ষরণ।
নেই তার চরিত্রে আবেগ ও অনুরাগের
নীল দরিয়ার জল কিংবা পাহাড় ধসানো বর্ষা,
প্রখর সূর্য ও শুষ্ক ধুলোমাটি মাঝে
থাকে তার হৃদয় নির্লিপ্ত এবং দাবিহীন
এবং বাঁচে সে সম্পূর্ণ একা ।

হে ক্যাকটাস,
আমার আছে এক ক্রুশ বিদ্ধ ভালোবাসার ইতিহাস,
যা চিত্রিত নিপুণ বিজিত টানে
এক শৈল্পিক রমণীর স্বাধীন মিথ্যেবাদী ক্যানভাসে,
এবং যে রমণী তার
প্রেমহীনতার সাতকাহনকেই ভালোবাসে ।
তবুও সে মোহন শিকারী দেবীর মতোন ভাসে
ক্রুশ বিদ্ধ আমার রক্তাক্ত সত্তার আকাশে ।

অতএব ক্যাকটাস এসো,
তোমার প্রণয় আকাঙ্খাহীন অনন্য বৈশিষ্ট্যগুলোকে
আমূল প্রোথিত করো আমার অস্তিত্বে,
ক্রুশ বিদ্ধ সে পুত্রের ঐশ্বরিক পিতার মতোন এসে।

(০৭.১২.২০২৪)